শিরোনাম

South east bank ad

শ্রীপুরের মাওনা ইউনিয়নকে উন্নয়নের মডেল করতে দলীয় মনোনয়ন চান আমির হামজা

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ অপরাহ্ন   |   সারাদেশ

শ্রীপুরের মাওনা ইউনিয়নকে উন্নয়নের মডেল করতে দলীয় মনোনয়ন চান আমির হামজা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আমির হামজা। তিনি এর আগে জনগনের ভোটে দুই দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্বপালন করেছিলেন। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ইউনিয়নকে মডেল বানাতে তিনি দলীয় মনোনয়ন চান।

ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত থাকা আমির হামজা বর্তমানে গাজীপুর জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ১৯৯৭সাল থেকে ২০১১সাল পর্যন্ত দুই মেয়াদে ১৪ বছর মাওনা ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। সেময়  এলাকার ব্যপক উন্নয়ন করেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রসার জন্য উন্নয়নে তার অন্যতম ভূমিকা রয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতায়  তাই এলাকাবাসীর প্রত্যাশার চাপেই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।

শ্রীপুরে আওয়ামীলীগের দক্ষ সংগঠক হিসেবে তার পরিচিত রয়েছে। দলীয় নেতাকর্মীদের মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে জনগনের খোঁজখবর নেয়া, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড প্রচার, করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ এলাকার উন্নয়নের জন্যই নিজেকে করেছেন আস্থার ঠিকানা।
আমির হামজা ১৯৬৯সালে বঙ্গবন্ধুর ডাকে ছাত্ররাজনীতিতে যোগ দেন। সে বছরই তিনি মাওনা ইউনিয়নের ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ন আহবায়ক নির্বাচত হন।এর পর ১৯৯২সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বপালন করেন। পরে ১৯৯২-১৯৯৭ পর্যন্ত উপজেলা কৃষকলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ১৯৯৮-২০০৩সাল পর্যন্ত তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। দক্ষ সমবায়ী ও সংগঠক হিসেবে আমির হামজা এলাকায় জনপ্রিয়। তিনি  শ্রীপুর কেন্দ্রিয় সমবায় সমিতি(ইউসিসিএলিঃ) এর নির্বাচিত সভাপতি।                  
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমির হামজা জানান, বিএনপি জামায়াত জোট সরকারের নানা অত্যাচার নির্যাতনে তিনি কখনো টলে যাননি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষুদ্র একজন কর্মী হিসেবে নিজের সবটুকুই বিলিয়ে দিচ্ছেন এলাকার মানুষের জন্য। তৎকালীন সময়ে আমার হাতধরে অসংখ্য মানুষ আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হয়েছে। প্রাণের এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি। সংগঠন থেকে আমার কোনো চাওয়া বা প্রত্যাশা নেই, শুধু এটুকুই বলবো আমাকে যদি অন্য প্রার্থীদের চেয়ে যোগ্য মনে হয়, তবে নৌকা প্রতীক আমাকেই যেন দেয়া হয়। 
দলীয় মনোনয়ন ও জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি গাজীপুর-৩ আসনের মাননীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ সাহেবের সাথে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মানবিক উপশহর গড়ার ও গ্রামকে শহরে রুপান্তরের লক্ষ্যে কাজ করে যেতে চান।

BBS cable ad