South east bank ad

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফ নির্মিত অবৈধ স্থাপনা বন্ধ করে দিয়েছে বিজিবি

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফ নির্মিত অবৈধ স্থাপনা বন্ধ করে দিয়েছে বিজিবি

এমএ জামান, সাতক্ষীরা : 

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সেদেশীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নির্মিত অবৈধ স্থাপনা বন্ধ করে দিয়েছে বিজিবি। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শুন্য লাইন থেকে মাত্র ২৫ গজ দুরে বিএসএফ’র চৌকি নির্মিত হচ্ছিল। প্রতিবাদের পরেও নির্মাণ কাজ বন্ধ রাখেনি বিএসএফ। পরে বিজিবি’র কড়া প্রতিক্রিয়ায় স্থাপনার সমস্ত মালামাল সরিয়ে নিতে বাধ্য হয় তারা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, শনিবার সকাল ৯টার দিকে তারা নির্মাণ কাজ শুরু করে। পরে কোম্পানি পর্যায়ে আলোচনার পর বিজিবিকে জানানো হয়, খেলার মাঠে পার্কিং স্থাপনা নির্মাণ করছে স্থানীয়রা। পরে ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর তারা নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলতে বাধ্য হয়। 
BBS cable ad