মাধবপুরে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শেখ জাহান রনি,মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে বিদুৎপৃষ্ট হয়ে ইয়াদুল ইসলাম বিজয় (১০) নামে এক ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাধবপুর পৌর সভার পূর্ব মাধবপুর গ্রামের শনিবার বিকালে এঘটনা ঘটে। সে সাংবাদিক লিটন পাঠানের ছেলে।
পরিবারের সুত্রে জানা যায়, শিশু বিজয় প্রতিবেশীতার আত্মীয় বাড়িতে একটি রিকশা গ্যারেজে শনিবার বিকালে খেলা করার সময় গ্যারেজের ভিতরে একটি রিকশা চ্যার্জে লাগানো ছিল। সেই সময় চ্যার্জে লাগানো রিকশার সাথে শিশুটির বিদুৎপৃষ্ট হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় চন্দ্র পাল শিশুটি মৃত্যু ঘোষণা করেন।