শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুরের জাজিরা উপজেলার নদীভাঙন কবলিত দুর্গম চরাঞ্চল কুন্ডেরচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কুন্ডেরচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৪২টি পরিবারের প্রতিটি পরিবারের হাতে ২ হাজার টাকার চেক ও ২০ কেজি চালের বস্তা তুলে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।
বিতরণ শেষে জেলা প্রশাসক নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর অভাবনীয় উদ্যোগ-আশ্রয়ন প্রকল্পে নদীগর্ভে বিলীন ঘরের অধিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ঘর দেওয়া হচ্ছে বলে জানান।