ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁওয়ে গতকাল সোমবার ৯ আগস্ট ২০২১ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছলছলি এলাকায় একটি ট্রাক্টর ব্যাটারি চালিত যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ব্যাটারি চালিত যানের ড্রাইভার নিজে বাঁচতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ব্যাটারি চালিত যানে থাকা দুইজন যাত্রী আহত হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনসাধারণ ঘটনার বিবরণ দেয়।