South east bank ad

বাগেরহাটে করোনার টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড় : উপেক্ষিত স্বাস্থ্যবিধি

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ০৯:৩৫ অপরাহ্ন   |   সারাদেশ

বাগেরহাটে করোনার টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড় : উপেক্ষিত স্বাস্থ্যবিধি

এস এম সামছুর রহমান (বাগেরহাট):                     
                  
বাগেরহাট সদর হাসপাতালের টিকা কেন্দ্রে দীর্ঘ হচ্ছে লাইন দেখা গেছে। অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। পাশাপাশি দাঁড়িয়ে টিকাগ্রহণ করতে দেখা গেছে তাদের। এতে তৈরি হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় করোনার টিকা নিয়েছে ২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ২য় ডোজের টিকা নিয়েছেন ৯০ জন। গত ২৪ ঘন্টায় বাগেরহাট সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রসহ জেলার অপর ৮টি উপজেলা টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন তারা। টিকা কার্যক্রমের এ পর্যন্ত জেলার ৯টি করোনা টিকাদান কেন্দ্র থেকে ১ লাখ ৫৬ হাজার ২৬৩ জন করোনার টিকা নিয়েছে। এর মধ্যে ২য় ডোজের টিকা নিয়েছেন ৪৩ হাজার ৯৮৮ জন।  বর্তমানে টিকা মজুদ রয়েছে ২১ হাজার ৩৭৭ টি। বাগেরহাট জেলায় এ পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৪৪৩ জন টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছে। টিকার জন্য রেজিষ্ট্রেশনের মোবাইল ফোনে ম্যাসেস এলেই টিকা কেন্দ্রে আসতে বলা হচ্ছে।

তিনি আরো বলেন, দেশে করোনার সংক্রামন উর্ধগতি ও মৃত্যু বেড়ে যাওয়ায় সাধারন মানুষের মাঝে করোনা ভীতি সৃষ্টি হয়েছে। এ কারনে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। তাদের মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে। তবে জায়গা সল্পতার কারনে সামাজিত দুরত্ত্ব মানতে বাধ্য করা যাচ্ছে না।


BBS cable ad