South east bank ad

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন   |   সারাদেশ

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এ ছাড়া জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৪১ জন।

সোমবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৪৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩০৮ জন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪১ জন। বাকি দুই হাজার ৭৭০ জন হোম আইসোলেশনে রয়েছেন।
BBS cable ad