শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে চালু হলো মোস্তফা-হাকিম আইসোলেশন সেন্টার

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ০২:০৪ অপরাহ্ন   |   সারাদেশ

চট্টগ্রামে চালু হলো মোস্তফা-হাকিম আইসোলেশন সেন্টার
চট্টগ্রামে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু হয়েছে। গতকাল রোববার ৮ আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরীয়ার কবীর ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। রোগী যেভাবে বাড়ছে, সেজন্য আমাদের আইসোলেশন সেন্টার দরকার। মোস্তফা হাকিম গ্রুপ উদ্যোগটি নিয়ে বর্তমান সংকটকালে মানবতার কাজ করেছে। এ ধরনের আইসোলেশন সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ থাকায় হাসপাতালের ওপরও চাপ কমে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, ডা. মেসবাহ উদ্দিন তুহিন প্রমুখ।
BBS cable ad