South east bank ad

গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫৯১

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ০৬:০৬ অপরাহ্ন   |   সারাদেশ

গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫৯১

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯১ জন।

রোববার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একজন করে। এছাড়া করোনা আক্রান্ত ৫৯১ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৮৯ জন, সুনামগঞ্জে ৭১ জন, হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজারে ১৮৮ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৭৮৮ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৯০ জন, সুনামগঞ্জে ৫৮ জন, হবিগঞ্জে ৩৯ জন, মৌলভীবাজারে ৬৩ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।  
BBS cable ad