South east bank ad

আজম খান এর জন্মদিন আজ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ০৬:১৪ অপরাহ্ন   |   জন্মদিন

আজম খান  এর জন্মদিন আজ

আজম খান, বাংলাদেশ জনসংযোগ সমিতি-এর ভাইস প্রেসিডেন্ট, দীর্ঘ ২২ বছর যিনি সুনামের সাথে জনসংযোগ পেশায় আছেন এবং আলোকিত করে রেখেছেন এই অংগন। দেশের শীর্ষ পাঁচটি ব্যাংকে ( স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা, ফার্স্ট সিকিউরিটি ও মিউচুয়াল ট্রাষ্ট)  জনসংযোগ প্রধান হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের চীফ কমিউনিকেশন অফিসার হিসেবে আছেন। তিনি Public Relations Association of Banks ( PRAB) এরও  Vice President। 

এছাড়া তার একটি পরিচয় আছে, তিনি ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ। কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন চিত্রে। অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রে। 

এর বাইরেও তিনিএকজন সুসংগঠক, সমাজসেবক। জনসংযোগ সমিতির সাথে জড়িয়ে আছেন সুদীর্ঘ সময় । 

বহুমাত্রিক এই ব্যক্তিত্বের আজ এই ধরণীতে আগমন দিবস। তার আগমনে আমরা পেয়েছি একজন সফল জনসংযোগবিদ, মডেল, অভিনেতাকে। পেয়েছি একজন ভালো মানুষ।

বহুমাত্রিক ব্যক্তিত্ব, বিশিষ্ট জনসংযোগবিদ আজম খানকে বিডিফিন্যান্সিয়ালনিউজলাইভ.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: