আজ সফিকুল ইসলাম মিল্টন এর জন্মদিন

সফিকুল ইসলাম মিল্টন পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস ( প্র্যাব) এর আজীবন সদস্য, বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক (ভূতপূর্ব এন আর বি গ্লোবাল) এর কমিউনিকেশন এন্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান। তিনি মিলটন সফি নামে লেখালেখি জগতে পরিচিত। ইতোপূর্বে তার কালোপুরুষ, নিভৃতে নির্বাসনে এবং একটি স্বপ্নস্নাত নারীর জন্য প্রার্থনা নামক তিনটি বই পাঠক প্রিয়তা পেয়েছে।
বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে কর্মজীবন শরু করা সফি কাজ করেছেন ঢাকা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সাড়ে ৪ বছর। ২০১৩ সাল থেকে তিনি বর্তমান ব্যাংকে আছেন।
গ্লোবাল ইসলামী ব্যাংক এর কমিউনিকেশন এন্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সফিকুল ইসলাম মিল্টনকে বিডিফিন্যান্সিয়ালনিউজলাইভ.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।