জুনাইদ আহম্মেদ পলক এর স্ত্রী আরিফা জেসমিন কনিকা এর জন্মদিন আজ

জুনাইদ আহম্মেদ পলক এর স্ত্রী আরিফা জেসমিন (কনিকা) এর জন্মদিন আজ। আরিফা জেসমিন (কনিকা) ১৯ বছর আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরিফা জেসমিন মনোবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন নাটোরের সিংড়া সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে। ২০১১ সালের শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেন। অপূর্ব জুনাইদ, অর্জন জুনাইদ এবং অনির্বান জুনাইদ তাঁদের তিন সন্তান।
আরিফা জেসমিন কনিকাকে বিডিফিন্যান্সিয়ালনিউজলাইভ.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।