South east bank ad

৯৮১৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন   |   বিজিবি

৯৮১৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি


কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮১৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহপতিবার রাতে উপজেলার হোয়াইক্যং খারাংখালী সরকারি প্রাথামিক বিদ্যালয় সংলগ্ন মগপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেনন উখিয়া ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের (জামতলী) মৃত সালামের ছেলে রবিউল হাসান (২০) এবং মহেশখালিয়া পাড়ার সুলতানের ছেলে ফয়েজ উদ্দিন (২৮)। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সরকারি প্রাথামিক বিদ্যালয় সংলগ্ন মগপাড়ার লবণ মাঠ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদলের কয়েকটি দলে বিভক্ত হয়ে সতর্ক অবস্থান নেয়।
পরে দুইজন দুষ্কৃতকারীকে কাঁধে স্কুলব্যাগ নিয়ে মগপাড়ার দিকে প্রবেশ করতে দেখে। টহলদল অবৈধ অনুপ্রবেশকারীকে ধরার জন্য চ্যালেঞ্জ করে। দুষ্কৃতকারীরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি টহলদলের সদস্যরা ধাওয়া করে তাদের দুইজনকে আটক করে। পরে তাদের বহনকৃত স্কুল ব্যাগ ভেতর থেকে ৯ হাজার ৮১৮ পিস ইয়াবা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের  নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad