বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার মদ-গাঁজা জব্দ
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২৪ লাখেরও বেশি টাকার মদ ও গাঁজাসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে ঢাকাগামী দুইটি গাড়িতে তল্লাশি করে ৯ হাজার ৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী, ২ হাজার ৮০০ পিস চকোলেট ও একই উপজেলার মনতলা থেকে ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২৪০ পিস শাড়ি, ৬১ প্যাকেট ভারতীয় ফুসকা, ২১২ বোতল ভারতীয় মদ, ১১৭০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল ও সেগুন কাঠ জব্দ করা হয়।
গত চারদিনে ১০টি পৃথক অভিযানে এ সব পণ্য জব্দ করা হয়। জব্দ করা এ সব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘জব্দ করা সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি অঙ্গীকারবদ্ধ।
আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যে কোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব ‘
প্রসঙ্গত, গত জুলাই মাসে ৫৫ বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযানে মোট ৪ কোটি ৩৬ লক্ষ ২ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করে।


