South east bank ad

মাধবপুর ভারতীয় গাঁজাসহ বিজিবির হাতে ৪ চোরাকারবারি আটক

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ০১:২০ পূর্বাহ্ন   |   বিজিবি

মাধবপুর ভারতীয় গাঁজাসহ বিজিবির হাতে ৪ চোরাকারবারি আটক


শেখ জাহান রনি ( মাধবপুর ,হবিগঞ্জ): 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে টহল বিজিবি মঙ্গলবার সকালে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ ৪জন  মাদক পাচারকারীকে একটি  সি এনজি  অটোরিক্সা সহ আটক করেছে।
 হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার আঃ হামিদ এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ধর্মঘর-মোহনপুর সড়কের কালিকাপুর এলাকায়  অভিযান পরিচালনা করে। গাঁজা সহ আটককৃত  বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করোনা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আজিজ হাওলাদার(৫১),ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মিয়া হোসেনের  ছেলে দারু মিয়া(২১), ঢাকা মহাখালী বৌ বাজার বস্তির আবু কালামের ছেলে রাজু মিয়া(২৫) এবং একই এলাকার আবুল হাশেম এর ছেলে রমজান আলী(২২) একটি সিএন জি অটোরিক্সা সহ আটক করে  তাদের হেফাজত থেকে ৪কেজি গাঁজা উদ্বার করা হয়।


BBS cable ad