South east bank ad

বিজিবি'র অভিযানে ২,৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৬:৪৬ অপরাহ্ন   |   বিজিবি

বিজিবি'র অভিযানে ২,৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
সোমবার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ১৩৩০ ঘটিকায় ইয়াবা পাচারকারী ০৬ জন ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আনুমানিক ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য-৭,২০,০০,০০০/- (সাত কোটি বিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৬১,১৮,৬৮,৯০০/-  (একষট্টি কোটি আঠার লক্ষ আটষট্টি হাজার নয়শত) টাকা মূল্যমানের ২০,৩৯,৫৬৩ পিস বার্মিজ ইয়াবাসহ ১৩৫ জন আসামী আটক করে।
BBS cable ad