অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

বিডিএফএন লাইভ.কম
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবসা পরিচালনায় Business Operation in Ababil Software শীর্ষক ৫ কর্মদিবস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয় গত ২০ মার্চ,২০২২।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
তিনি রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবসা পরিচালনার সক্ষমতা অর্জনের পাশাপাশি গ্রাহকদের অবগত ও উদ্ধুদ্ধকরণের মাধ্যমে ব্যাংকিং ব্যবসা সম্প্রসারনে ব্যাপক ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক ও পরিচালক সুপ্রভা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ দিদারুল ইসলাম, এফসিএ।