ফুলবাড়িয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের উঠান বৈঠক

মো: আব্দুস ছাত্তার (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের কালাদহ মধ্য ও কালাদহ পশ্চিম আবাআখা সমিতির উপকারভোগীগণের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো: আকরাম-আল- হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক ফুলবাড়িয়া শাখার শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আরিফুর রহমান ও মাঠ সহকারী মো. জাকির হোসেন। এর আগে অতিথিবৃন্দ ফুলবাড়িয়া পল্লী সঞ্চয় ব্যাংকে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক।