আইএফসির স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

বিডিএফএন লাইভ.কম
গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (GTFP) অধীনে বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) কর্তৃক ‘২০২১ বেস্ট ব্যাংক পার্টনার ফর ইকুইপমেন্ট ট্রেড ইন সাউথ এশিয়া’র স্বীকৃতি লাভ করেছে প্রাইম ব্যাংক। ইমার্জিং মার্কেটে বাণিজ্য সম্প্রসারণে প্রাইম ব্যাংকের ভূমিকার জন্য IFC এই স্বীকৃতি প্রদান করে।
সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন আইএফসির এশিয়া এন্ড প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ইন্ডাস্ট্রি ডাইরেক্টর অ্যালেন ফরলেমু।
এসময় আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, চিফ ক্রেডিট অফিসার জাহিদ ইউসুফ, প্রিন্সিপাল ব্যাংকিং স্পেশালিস্ট ম্যাথিউ স্যান্ডার হোসফোর্ড, প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান ও উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন উপস্থিত ছিলেন।