এনআরবিসি ব্যাংকের ঢাকার মিরপুরের বেনারসি পল্লী ও কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে যাত্রা শুরু

এনআরবিসি ব্যাংক লিমিটেড ঢাকার মিরপুরের বেনারসি পল্লী ও কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। বুধবার, ০১ ডিসেম্বর, ২০২১, ব্যাংকের বেনারসি পল্লী উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন অলোক হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মোল্লা।
অনুষ্ঠানে মিরপুর শাখার ব্যবস্থাপক শফিউল আজম, বেনারসি পল্লী উপশাখার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া এবং সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া, এদিন কুমিল্লার মুরাগনগরের কোম্পানীগঞ্জ উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।