এনআরবিসি ব্যাংকের কুড়িগ্রাম ও সুনামগঞ্জ শাখার যাত্রা শুরু

এনআরবিসি ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম ও সুনামগঞ্জ শাখা যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, শাখা দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কুড়িগ্রামে ব্যাংকের ৮৬তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু মো. সাঈদ হাসান লোবান। এছাড়া, এদিন সুনামগঞ্জে ব্যাংকের ৮৭ তম শাখার কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।
অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।