শরীয়তপুরের জাজিরাতে এনআরবিসি ব্যাংকের ৮৫তম শাখার যাত্রা শুরু

এনআরবিসি ব্যাংক লিমিটেড থানা রোড, জাজিরা, শরিয়তপুরে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ব্যাংকের ৮৫তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডিএম নুরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মেজর (অব:) এ এইচ এম সফিউল্লাহ মাস্তান।
অনুষ্ঠানে ব্যাংকের ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আব্দুল হালিম, জাজিরা শাখার ব্যবস্থাপক আল আমিন শিকদার লিখন, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।