শিরোনাম

South east bank ad

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পর্ষদের দায়িত্ব গ্রহণ

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৫:৫২ অপরাহ্ন   |   ব্যাংক

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পর্ষদের দায়িত্ব গ্রহণ

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকরা গতকাল বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। 
আজ বৃহস্পতিবার ১ জুলাই থেকে দুই বছরের জন্য তারা চেম্বারকে নেতৃত্ব দেবেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের পঞ্চমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক—এ. কে. এম. আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, হাসনাত মো. আবু ওবাইদা, সাকিফ আহমেদ সালাম, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম এবং বিদায়ী পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
BBS cable ad