ময়মনসিংহে সরকারি জায়গায় ভবন নির্মাণের অভিযোগ
ময়মনসিংহ মহানগরের নতুন বাজার রেল ক্রসিং সংলগ্ন ৬/২ পঁচা পুকুর পাড় এলাকায় সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি জানানোর পরেও রহস্যজনক কারণে তারা নীরব ভূমিকা পালন করছেন।
অভিযোগ রয়েছে, অবৈধভাবে ভবন নির্মাণ কাজের নেতৃত্ব দিচ্ছেন মো. আব্দুর রহিম নামে এক প্রভাবশালী ব্যক্তি। কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, আব্দুর রহিমের সঙ্গে আছে ২৩ জনের সিন্ডিকেট সদস্য। তারা মোট ১১ শতাংশ ২৮ পয়েন্ট জমি কিনে আইন-কানুনের তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। ভূমির উত্তরাংশে রেললাইন, পশ্চিমে মাকরজানি খাল এবং চলাচলের জন্য মাত্র ৭৫ পয়েন্ট জমি, যা তিন থেকে চার ফুট চওড়া রাস্তা।
এই চক্রটি খালের প্রায় আট ফুট জায়গা দখল করে নিয়েছে। পূর্বদিকে পারিবারিক চলাচলের জন্য রাস্তার ৩২ পয়েন্ট জায়গা দখল করা। এ ছাড়াও সিটি করপোরেশনের জায়গাতেও অবৈধভাবে পাইলিং করা হচ্ছে। পারিবারিক চলাচলের রাস্তাটি জোরপূর্বক দেয়াল দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
এতে এলাকাবাসীর চলাচলের জন্য চরম বিপর্যয় নেমে এসেছে। মাত্র চার ফুট রাস্তার উপর ভিত্তি করে কীভাবে সাত তলা ভবন নির্মাণের অনুমতি দিলো সিটি করপোরেশন, এ প্রশ্ন এলাকাবাসীর।
এ ব্যাপারে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আদালতের আশ্রয় নেবেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিব্যক্তি প্রকাশ করেছেন স্থানীয় রওশন আরা, সিরাজুল ইসলাম, অজিফা খাতুন, আবুল হোসেন, বাবুল আহমেদ, মো. আজিম উদ্দিনসহ অনেকে।
অভিযুক্ত আব্দুর রহিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বরং আমাদের কেনা জায়গা ছেড়ে দিয়ে ভবনের কাজ চলছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, প্ল্যান অনুযায়ী ভবনের নির্মাণকাজ না হলে অথবা সিটি করপোরেশনের জায়গাতে স্থাপনা করা হলে করপোরেশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া।