South east bank ad

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা থানায় জমা দিলেন নাটোরের পুলিশ কনস্টেবল

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন   |   প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা থানায় জমা দিলেন নাটোরের পুলিশ কনস্টেবল
 মোঃ নওশের আলী, বর্তমানে বড়াইগ্রাম থানা, নাটোরে ড্রাইভার হিসেবে কর্মরত আছে। তিনি নৈমিত্তিক ছুটি নিয়ে তার নিজ বাড়ী ভাঙ্গুড়া থানাধীন ভদ্রপাড়া গ্রামে আসে। ছুটি শেষে  বড়াইগ্রাম থানায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে মধ্যে ভাঙ্গুড়া পৌরসভার হাসপাতাল মোড়ে পাকা রাস্তার উপর একটি কাগজের প্যাকেট দেখতে পান। কৌতুহল বসত তিনি উক্ত প্যাকেটটি হাতে নেন এবং প্যাকেটের মধ্যে টাকার ব্যান্ডিল দেখতে পান। তিনি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গাড়ী দেখতে পেয়ে তাৎক্ষণিক গাড়ীর নিকট আসেন এবং উপস্থিত ভাংগুড়া থানা ওসিকে জানান যে, তিনি একজন পুলিশ সদস্য এবং ছুটি শেষে থানায় যোগদানে যাওয়ার পথে হাসপাতাল মোড়ে পাকা রাস্তার উপর একটি কাগজের প্যাকেট পড়ে পেয়েছেন এবং উক্ত প্যাকেটের মধ্যে টাকা আছে।  যার পরিমাণ ৩৬ হাজার টাকা হয়। 
পরে ভাংগুড়া থানার অফিসার ইনচার্জের প্রচেষ্টায় বর্ণিত ঘটনা সংক্রান্তে টাকার প্রকৃত মালিক মোঃ আলমগীর হোসেন (৪০)  বড়ালব্রীজ শাখা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার ভাঙ্গুরা, পাবনা; পিতা-মৃত আব্দুল মালেক, গ্রাম- মথুরাপুর, থানা- চাটমোহর, জেলা- পাবনাকে  বুঝিয়ে দেয়া হয়।
BBS cable ad

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এর আরও খবর: