বিডিফিন্যান্সিয়ালনিউজ এ সংবাদ প্রকাশের পর দেওয়াল ভেঙ্গে দিয়েছেন মেয়র : রাস্তা সংস্কারের জন্য ১ কোটি টাকা বরাদ্দের ঘোষনা
শামীম আলম (জামালপুর): গত রবিবার বিডিফিন্যান্সিয়ালনিউজে "
অবরুদ্ধ পরিবারকে দেয়াল টপকিয়ে যেতে হয় নিজ বাড়িতে” শিরোনামে একটি স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি প্রকাশের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্তের পর ৭ জুলাই বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর দেয়ালটি ভেঙ্গে দেন। দেয়াল ভাঙ্গার পরেই মেয়র নজরুল ইসলাম সওদাগর উক্ত রাস্তা সংস্কারের জন্য ১ কোটি টাকা বরাদ্ধের ঘোষনা দেন।
দেওয়াল ভেঙ্গেদেয়ার ফলে হতদরিদ্র ফকির আলী পরিবারের নিজ বাড়িতে স্বাভাবিভাবে চলাচলের পথ খুলে গেছে।
উল্লেখ্য বকশীগঞ্জ উপজেলা শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা ফকির আলী প্রায় বিশ বছর আগে জমি কিনে বসবাস শুরু করেন। পাশেই ফিরোজ মিয়া নামে জনৈক ব্যক্তিও জমি কিনেন। জমির পূর্ব মালিকরা এলকাবাসীদের চলাচলের জন্য ৬ ফুট প্রশস্ত রাস্তা দিয়েই জমি বিক্রি করেন। প্রায় ত্রিশ বছর যাবত ওই রাস্তা দিয়ে ফকির আলীসহ এলাকার লোকজন যাতায়াত করে আসছে। কিন্তু হঠাৎ করে ফিরোজ মিয়া ইট দিয়ে ওয়াল করে রাস্তাটি বন্ধ করে দেন। ফলে ফকির আলীর পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ ফকির আলীর পরিবার মই দিয়ে ১০ ফুট উচু দেওযাল টপকিয়ে নিজ বাড়িতে যাতায়াত করতে থাকে। বাড়ির শিশু, মহিলা ও বয়োবৃদ্ধরাও অতিকষ্টে একইভাবে চলাচল করে আসছিলেন। এই নিয়ে একাধিকবার গ্রাম শালিস বসেও কোন সমাধান করতে পারেনি।
অপর দিকে দেয়াল ভেঙ্গে চলাচলের সুযোগ পাওয়ার খুশিতে বাকরুদ্ধ হয়ে পড়ে ফকির আলীর পরিবার। নির্বাক দৃষ্টিতে দুই হাত তুলে মহান আল্লাহ কাছে শোকরিয়া আদায় করে কান্নায় ভেঙ্গে পড়ে।