শিরোনাম

South east bank ad

ব্রিজ যেন মরণ ফাঁদ: ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজারো মানুষ

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন   |   প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

ব্রিজ যেন মরণ ফাঁদ: ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজারো মানুষ

এমএ জামান (সাতক্ষীরা): 

সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী সংযোগ আয়রণ ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছে হাজারো মানুষ। দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে জানা যায়, কুলিয়া, পারুলিয়া, ভোমরা ইউনিয়ন দিয়ে প্রবাহিত লাবণ্যবতী খাল। এই খালের উপর ১৯৯১ সালে আওয়ামী লীগের ক্ষমতাকালিন তৎকালিন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু চলাচলের সুবিধার্থে দুই উপজেলার সংযোগ সৃষ্টির লক্ষে ব্রিজটি উদ্বোধন করেন। ব্রিজটি ভোমরা স্থলবন্দর থেকে কালিগঞ্জ বাইপাস সড়ক হিসেবে ব্যবহার হয়। দীর্ঘ সময় পার হওয়ায় ব্রিজের কার্যক্ষমতা নষ্ট হতে বসেছে। এতে নির্মাণের কয়েক যুগ পরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ওই ব্রিজটি দিয়ে শাঁখরা বাজার, ইউনিয়ন ভূমি অফিস, ভোমরা ইউনিয়ন পরিষদ, শাঁখরা-কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়, শাঁখরা-কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসা, পোষ্ট অফিসসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দৈনন্দিন চলাচল করতে হয়। এছাড়া ভোমরাস্থল বন্দরের বিভিন্ন পণ্য আনা নেওয়া করা হয় ব্রিজটি দিয়ে। বর্তমানে ব্রিজটি নড়বড়ে ও একাধিক স্থানে ভেঙে যাওয়ায় ব্রিজ দিয়ে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল। এতে প্রায়ই পথচারিরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

সরেজমিন আরও দেখা গেছে, ব্রিজের পাটাতন মরিচা পড়ে বিভিন্ন স্থানে ফাঁকা হয়ে গেছে। ক্রস অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা চলাচল করতে যেয়ে বিভিন্ন সময় ব্রিজে পা আটকে মারাত্মক আহত হচ্ছে। এমনকি ছোট যানবহনের চাকা আটকে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে পথচারী স্বজল ইসলাম বলেন, সাতক্ষীরা ও দেবহাটা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ব্রিজটি নিয়ে জনপ্রতিনিধিদের নেই কোনো মাথা ব্যাথা। আমাদের তো রোজ চলতে হয়। চলাচল বন্ধ হলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না।

স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস জানান, আমাদের এই ব্রিজটি বর্তমানে ভেঙে যেয়ে চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। আমরা খুব ভয়ে ব্রিজ পার হই। জানি না কবে এই সমস্যার সমাধন হয়। যদি ব্রীজটি চলাচলের অনুপোযোগী হয় আমাদের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। আমাদের তখন প্রায় ১০ কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে আসা যাওয়া করতে হবে।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা জানান, শাখরা-কোমরপুর ব্রিজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ প্রতিদিন চলাচল করে। কিন্তু ব্রীজটি সংস্কার না হওয়ায় বর্তমানে খুবই কষ্ট পোহাতে হচ্ছে। আমরা সরকারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করছি। যাতে মানুষের কষ্ট কমিয়ে আনা যায়।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ব্রিজটিতে পুরোপুরি চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তির শেষ থাকবে না কয়েক হাজার মানুষের। তাই দ্রæত সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
BBS cable ad

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এর আরও খবর: