পঙ্গু ভাতার কার্ড দেওয়ার নামে উদ্যোক্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফাতেমা আক্তার এর বিরুদ্ধে এক প্রতিবন্ধিকে কার্ড করে দেওয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার কৈয়ারচালা গ্রামের মৃত আ: ছাত্তার পুত্র মো: রুস্তম আলী গত ১৭জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ আবেদন করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কৈয়ারচালা গ্রামের একজন হতদরিদ্র, অস্বচ্ছল, বৃদ্ধ ও পঙ্গু ভিক্ষুক রুস্তম আলী। বয়সের ভারে নুয়ে পড়া ঐ বৃদ্ধা বাকতা ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা ফাতেমা খাতুনের সাথে কোন একদিন কথা হয়। তিনি বলেন, চাচা আপনি তো ভাতা পাবার যোগ্য কিন্তু ভাতা পান না কেন? তিনি (বৃদ্ধা) বলেন, কেডা করে দিবো ভাতার কার্ড। চাচা আমি ভাতার করে দিবো কিন্তু কিছু খরচ হবে? সেটা ৮হাজার টাকা কম হলে হবে না? যেহেতু শতভাগ নিশ্চিত কার্ড হবে সেহেতু আমি সরল বিশ্বাসে ভিক্ষাবৃত্তির ৮হাজার টাকা ও আইডি কার্ডের ফটোকপির সাথে আরও ৩শ টাকা ফাতেমা খাতুনকে দেওয়া হয়। কিন্তু ৫মাস যাবত কার্ড না করে দিয়ে তালবাহানা শুরু করে। কার্ড না দিলে, টাকা দেওয়ার জন্য স্থানীয়দের মাধ্যমে চাপ দিলে ফাতেমা খাতুন সাফ জানিয়ে দেয় আমাকে সে চিনে না। গরিব ও অসহায় মানুষ হিসাবে তার টাকা উদ্ধারে সহায়তার জন্য আবেদন করেছেন।
আবেদন পত্র উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌঁছালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে নির্দেশ দেন।
এ ব্যাপারে বাকতা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন এর মুঠোফোনে একাধিবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।