South east bank ad

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা- ২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত

 প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৪:১১ অপরাহ্ন   |   সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা- ২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত

গত ১৩ মে হতে ১৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা- ২০২৩'এ ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

৬ দিন ব্যাপি এই প্রতিযোগিতায় ১৪ টি দলের ১৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় সৈনিক রুহুল আমিন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং মোঃ মনিরুজ্জামান শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেন।

BBS cable ad