বাংলাদেশ সেনাবাহিনী ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যে বিএমসি এগ্রিমেন্ট স্বাক্ষরিত
বাংলাদেশে সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ম্যানপাওয়ার অথরিটি)মেজর জেনারেল খালেদ এএইচএইচএম আল কাদরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এর সাথেআজ বুধবার (২৭-১০-২০২১)ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট চুক্তি - ২০২১’ স্বাক্ষরিত হয়।
চুক্তিস্বাক্ষরের পূর্বে গতকাল (২৬ অক্টোবর ২০২১) কুয়েত সশস্ত্র বাহিনীর সফরত সহকারী চিফ অব স্টাফ সেনাবাহিনী প্রধানজেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডিএর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমানসুসম্পর্কও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, মেজর জেনারেল আল কাদরি এর নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর ০৫ সদস্যেরএকটি দল ০৮দিনের রাষ্ট্রীয় সফরে গত ২১অক্টোবর ২০২১ তারিখ ঢাকায় আসেন। এছাড়াও প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৮ অক্টোবর ২০২১ তারিখে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।