South east bank ad

যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান

 প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন   |   সেনা প্রধান

যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধান যাত্রা করেন। একইদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আগামী ১৬ মে মঙ্গলবার থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা। এছাড়া রয়েছে পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার।

কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

কনফারেন্স শেষে সেনাপ্রধান আগামী ১৮ মে বিকালে (বাংলাদেশ সময় ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
BBS cable ad