South east bank ad

দুর্নীতির দুই মামলায় তারেক রহমানের খালাতো ভাই কারাগারে

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন   |   বিচার বিভাগ

দুর্নীতির দুই মামলায় তারেক রহমানের খালাতো ভাই কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা কর ফাঁকির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-১০ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর জামিন শুনানি করেন।

শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

BBS cable ad