শিরোনাম

South east bank ad

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে রায় আজ

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে রায় আজ
 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুলের রায় জানা যাবে আজ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে মামলাটির রায় ঘোষণার জন্য ধার্য রয়েছে।

গত ৪ ডিসেম্বর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ৫ ডিসেম্বর রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে বিভিন্ন কর্মদিবসে এ মামলায় রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ড. শরীফ ভূঁইয়া, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানি করেন।

২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া এ সংশোধনীতে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

এ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে গত আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। গত ১৯ আগস্ট হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুল দেন।

BBS cable ad