সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিরা: আইন সচিব

বাংলাদেশে এখন যে আইনি কাঠামো রয়েছে, এ কাঠামোতে দেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা তা জানতে চেয়েছে সফররত ইইউ প্রতিনিধি দল। বুধবার (১২ জুলাই) বিকালে সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
সচিব বলেন,আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে আইনগত কাঠামো আছে, সেটা যথেষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) পাস হয়েছে, সেখানকার ৯১(১)এ-তে নির্বাচন বাতিল করার ব্যবস্থা আছে। এছাড়া প্রধানমন্ত্রী ৯১-এএ যুক্ত করে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করেছেন। এটা ওটার আরও বাড়তি। ওনারা এতে সন্তুষ্ট হয়েছেন।’
গোলাম সারওয়ার বলেন, আরপিও সংশোধনী করাটা কেন প্রয়োজন ছিল এটাও জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিরা। এই প্রশ্নে সচিব বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য এটা প্রয়োজন ছিল।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধনী কি হচ্ছে, সে বিষয়ে ইইউ প্রতিনিধিরা জানতে চাইলে আইন সচিব বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে বসে শিগগিরই এটার সংশোধনী করা হচ্ছে, যেভাবে তারা চেয়েছেন।