তিস্তা সেচ প্রকল্পের ১ম পর্যায়ের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

আজ, শুক্রবার ৭ জুলাই ২০২৩ , তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন যমুনেশ্বরী নদীর উপর দিয়ে একুয়াডাক্টের মাধ্যমে বগুড়া খালের পানি সরবরাহ এলাকা পরিদর্শন পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
উল্লেখ্য, তিস্তা সেচ প্রকল্পের ১ম পর্যায়ের আওতায় বগুড়া সেচখালের মাধ্যমে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা পর্যন্ত সেচ কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে।
উক্ত পরিদর্শনকালে জনাব রমজান আলী প্রামানিক, মহাপরিচালক, বাপাউবো, জনাব এস. এম. সহিদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম), বাপাউবো, জনাব মোঃ জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল), বাপাউবো, রংপুর এবং জনাব মোঃ আহসান হাবীব, তত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর পওর সার্কেল-১, বাপাউবো, রংপুর, উপস্থিত ছিলেন।