শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ
অদ্য শুক্রবার (২০ আগস্ট ২০২১খ্রি.) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার (২য় কিস্তি ) অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন শেরপুর ও শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বিকাল ৪.০০ ঘটিকায় শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চেক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনাব ডাঃ মোঃ মুরাদ হাসান, এমপি মহোদয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেরপুর জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়, ও শেরপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেরপুর জনাব মোঃ মোমিনুর রশিদ মহোদয়।
অনুষ্ঠানে শেরপুর জেলায় কর্মরত ৪৬ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


