শিরোনাম

South east bank ad

গেল ১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে : ডিএমপি

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন   |   পুলিশ

গেল ১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে : ডিএমপি

 

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান জানান, শুধু রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।

এসব ঘটনার মধ্যে পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও রয়েছে। বিগত দশ বছরের অপরাধ তথ্য পর্যালোচনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও যোগ করেন তিনি।
BBS cable ad