শিরোনাম

South east bank ad

যে কারণে ওএসডি ৭৬ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পদায়ন

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন   |   পুলিশ

যে কারণে ওএসডি ৭৬ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পদায়ন

জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওএসডি অবস্থায় থাকা এসব কর্মকর্তা মূলত রাজধানী ঢাকাতেই অবস্থান করছিলেন। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রায়ই বৈঠক করতেন তারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এসব কর্মকর্তার একটি অংশ বৈঠকে বর্তমান সরকারের বিরোধিতামূলক নানা বিষয়ে আলোচনা করতেন বলে গোয়েন্দা তথ্য মিলেছে।

এছাড়া সরকারের গোপন ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে পাচারের আশঙ্কার কথাও বিভিন্ন মহলে ছড়িয়েছে। এসব কারণেই ওএসডি থাকা ৭৬ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ, জেলা পুলিশ কার্যালয় ও ইউনিটে সংযুক্ত করা হয়েছে। যাতে তারা সবাই মিলে ঢাকায় অবস্থান করে কোনো ধরনের গোপন বৈঠক বা ষড়যন্ত্রে যুক্ত হতে না পারেন।

এসব বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, ওএসডি থাকা কর্মকর্তাদের সংযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ৭৬ কর্মকর্তাকে সারা দেশের বিভিন্ন ইউনিটে পদায়নের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

সংযুক্তির তালিকায় ১১ উপ-মহাপরিদর্শকও (ডিআইজি) রয়েছেন। তাদের মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমানকে রংপুর রেঞ্জে, মিরাজ উদ্দিন আহম্মেদ ও মো. ইলিয়াছ শরীফকে সিলেট রেঞ্জে, মো. জাকির হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে, সৈয়দ নূরুল ইসলামকে রংপুর রেঞ্জে, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. মনিরুজ্জামানকে সিলেট রেঞ্জে, মো. মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে এবং মঈনুল হক ও এস এম মোস্তাক আহমেদ খানকে রাজশাহী পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

BBS cable ad