রাজধানীতে আ. লীগের আরো ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। তবে গ্রেপ্তারদের নাম ও পদপদবি জানাননি তিনি।
এদিকে গত কয়েকদিন ধরে ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।
এদিন কোনো নাশকতা যেন না ঘটে সেজন্য তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী।