স্বপদে পুনর্বহাল হলেন এসপি হাছান চৌধুরী

প্রায় তিন মাস আগে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।
সূত্র জানায়, চলতি বছরের ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান।
এ সময় তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের অভ্যন্তরেও ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়। ওই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং আরো দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি না পাওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এর ফলে তিনি আবার কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে তিনি প্রথম যোগদান করেছিলেন।
এ প্রসঙ্গে মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘আমি আজ সোমবার থেকে এসপি হিসেবে আবার দায়িত্ব পালন শুরু করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতায় চাই।
প্রসঙ্গত, থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।