শিরোনাম

South east bank ad

ইয়ামিন হত্যা মামলায় এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন   |   পুলিশ

ইয়ামিন হত্যা মামলায় এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

সাভারের প্রথম শহীদ এমআইএসটির শিক্ষার্থী শাইখ আস্ হাবুল ইয়ামিন হত্যা মামলায় এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তার এএসআই মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার সদর থানার কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভার মডেল থানার মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি কেস মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এএসআই মোহাম্মদ আলী (৩১) দীর্ঘদিন পলাতক ছিল।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন। পরে তাকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ইয়ামিন হত্যা মামলায় এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের সাঁজোয়া যানের ওপরে উঠে গুলিতে নিহত হন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন।

BBS cable ad