৭ম জাতীয় ভোটার দিবস/২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে

তাং-০২/০৩/২০২৫ ইং সময়ঃ ০৯:৩০ ঘটিকা হইতে ১০:৪৫ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনাব মোঃ আবু জাফর, অতিঃ বিভাগীয় কমিশনার রংপুর এর নেতৃত্বে বেলুন ও ফেস্টুন ওরাইয়া দিবসটি শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হয়ে প্রধান ডাকঘড় পোস্ট অফিস ও কাছারি বাজার প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রবেশ করেন। বর্ণাঢ্য র্যালি শেষে রংপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুরের আয়োজনে জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল রংপুর এর সভাপতিত্বে "তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নির্বাচন ব্যবস্থার বিভিন্ন বিষয়ে আলোচনা সভা (৩০-৪০ জন) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু জফর, অতিঃ বিভাগীয় কমিশনার রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নরেশ চাকমা, অতিঃ পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর; জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ।