South east bank ad

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন   |   পুলিশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন সংস্থাটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে মো. মতিউর রহমান শেখকে সভাপতি এবং মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হলো। কমিটির প্রথম সভায় সদস্যের মধ্যে দফতর বন্টন করা হয়।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: