South east bank ad

বরিশালে দুই বছরে বিভাগীয় শাস্তির আওতায় ৪১২ পুলিশ সদস্য

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন   |   পুলিশ

বরিশালে দুই বছরে বিভাগীয় শাস্তির আওতায় ৪১২ পুলিশ সদস্য
Start typing.বিভিন্ন অপরাধে জড়িত ৪১২ পুলিশ সদস্যকে শাস্তির আওতায় এনেছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ। দণ্ডিতদের মধ্যে ১৭৩ জন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য। দুর্নীতি, নৈতিক স্খলন, দুর্ব্যবহার, মাদক সংশ্লিষ্টতা, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে গত দুই বছরে তাদের দণ্ড দেয়া হয়েছে। গত বছর ২৩৯ জন এবং এ বছর এখন পর্যন্ত ১৭৩ জন শাস্তির আওতায় এসেছেন। দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা। মোট দণ্ডিতের ১৯৩ জন অর্থাৎ ৪৭ শতাংশই এসআই। এছাড়া দণ্ডিতদের মধ্যে ১০১ জন বা ২৫ শতাংশ কনস্টেবল এবং ২২ শতাংশ সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসব ঘটনার মধ্যে লঘু ও গুরু উভয় ধরনের দণ্ডেরই দৃষ্টান্ত রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, অভ্যন্তরীণ শাস্তির বিধান বাহিনীর মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের অপরাধ পর্যালোচনায় দেখা গেছে প্রতি বছর পাঁচ থেকে সাড়ে পাঁচ ভাগ সদস্য শাস্তি পেয়ে থাকেন। এটি কমানোর জন্য আমাদের প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘শাস্তির বিধান চালু থাকায় পুলিশ সদস্যরা অপরাধ প্রবণতা থেকে বেরিয়ে আসছেন। আগের তুলনায় পুলিশ সদস্যদের মধ্যে এ বিষয়ে সচেতনতাও বেড়েছে।’

দণ্ডপ্রাপ্তদের তিরস্কার থেকে শুরু করে চাকরিচ্যুত পর্যন্ত করা হয়, দায়ের করা হয় বিভাগীয় মামলা। এছাড়া পদোন্নতি বাতিলসহ রয়েছে ইনক্রিমেন্ট বাতিলের শাস্তি। কনস্টেবল পার্থ সারথি বলেন, ‘শৃঙ্খলা ফেরাতেই কর্তৃপক্ষ আমাদের শাস্তি দিয়ে থাকে। কেউ একবার দণ্ড পেলে এর পর সে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে। একটি স্টেশনের একজন শাস্তি পেলে তার ইতিবাচক প্রভাব পড়ে অন্যদের ওপরও।’

বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘এ বছর ১০৪ জনকে দণ্ড দেয়া হয়েছে। যার মধ্যে ৬৪ জনই গুরুদণ্ড পেয়েছেন। আমরা বিধি অনুযায়ী এসব করি। অভ্যন্তরীণ শাস্তির ব্যবস্থা থাকায় বাহিনীতে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়। সেবাগ্রহীতাদের সব ধরনের অভিযোগই আমরা আমলে নিই।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘কোনো পুলিশ সদস্য গুরুদণ্ডের আওতায় এলে পরের তিন বছর তার পদোন্নতি হয় না। এছাড়া কেউ পরপর দুই বছরে একাধিক লঘুদণ্ড পেলে তারও একই অবস্থা হয়। স্বচ্ছতা ও আইনানুগ পদ্ধতিতেই বিভাগীয় শাস্তি কার্যকর করা হয়।’..
BBS cable ad