South east bank ad

একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন   |   পুলিশ

একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (১৭ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৩৮১টি মামলা এবং ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
BBS cable ad