এনএসআইয়ের পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।
এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমানকে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দায় (এনএসআই) পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।