চলে গেলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. এস. এ সোবহান
চলে গেলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. এস. এ সোবহান
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি , প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও রাজবাড়ী -১ আসনের প্রথম সংসদ সদস্য ডা. এস এ মালেকের ছোট ভাই ডা. এস. এ সোবহান আজ সকাল ৭.০০ টাই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
বিগত ১৫ দিন আগে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। তার উন্নত চিকিৎসার জন্য ৩১ মে তাকে ঢাকা নেওয়া হয়া। রাতে তার অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে নেওয়া হলেও সকাল ৭ টায় তিনি মৃত্যু বরণ করেন ।
উল্লেখ্য, ডা. এস এ সোবহান দীর্ঘদিন রাজবাড়ীতে মেডিকেল প্রটেকশনার হিসাবে কাজ করেছেন, একই সাথে আওয়ামীলীগের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন এরপর রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তাদের আদি নিবাস বাগেরহাট হলেও তিনি দীর্ঘ ৬০ বছর রাজবাড়ীতে বসবাস করেছেন।
ব্যাক্তি জীবনে তিনি স্ত্রী,এক পুত্র এবং তিন কন্যাসহ আরো গুনাগ্রাহী রেখে গেছেন।
দলীয় সূত্রে জানা গেছে আজ বিকেল ৩টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তার মরদেহ আনা হবে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা করা হবে। বিকেল ৫টায় রাজবাড়ী রেলওয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।