শিরোনাম

South east bank ad

বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে আইজিপি'র শোক

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৮:৩১ অপরাহ্ন   |   শোক

বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে আইজিপি'র শোক
একুশে পদকে ভূষিত বিশিষ্ট গণসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। 

আইজিপি আজ (শনিবার) এক শোক বার্তায় বলেন, ফকির আলমগীর আমাদের সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র।  তিনি সাধারণ মানুষের অধিকার ও আনন্দ-বেদনা গানের মাধ্যমে তুলে এনে গণসংগীত শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছিলেন। গান পরিবেশনের বিশেষ ঢং ও উপস্থাপনা শৈলীর কারণেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। 

তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। লেখালেখিতেও তাঁর পারদর্শিতা ছিল। তাঁর মৃত্যু আমাদের সংগীতাঙ্গন ও সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কাজের মধ্য দিয়েই চিরদিন বেঁচে থাকবেন। 

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
BBS cable ad

শোক এর আরও খবর: