বিশিষ্ট গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক
বিশিষ্ট গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, "কিংবদন্তীতুল্য গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক সংগ্রামে সংগীতের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করার পাশাপাশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাঁর সৃজনশীল কর্মের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের জনগণের হৃদয়ে চির অম্লান থাকবেন।"
শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।