বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রী শোক
একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী , বীর মুক্তিযুদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, "ফকির আলমগীর ছিলেন এদেশের কিংবদন্তীতুল্য গণসঙ্গীত শিল্পী। বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী শিল্পীকে হারালো।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।